1. sylpe2019@gmail.com : Nongartv :
  2. regularmd@gmail.com : Suhag Rana : Suhag Rana
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৯:৫০ অপরাহ্ন

সিলেটে সাড়ে ৪ লাখ বই ঘাটতি

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেটের সময় বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০

সিলেটে প্রতি বছর বই উৎসব হলেও এবার করোনাভাইরাস সংক্রমণের কারণে হচ্ছে না। তবে যথাসময়ে বিনামূল্যের বই শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়া হবে। এমনটি জানিয়ে শিক্ষা বিভাগ বলছে, এ বছর সিলেটে চাহিদার তুলনায় এখনো সাড়ে ৪ লাখ বই কম এসেছে।

সিলেটের মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, সিলেটের ১৩ উপজেলায় ২০২১ শিক্ষাবর্ষের প্রাক-প্রাথমিক শ্রেণি, প্রাথমিক স্তর এবং নৃ-গোষ্ঠীর বই বরাদ্দের কথা ছিলো ২৬ লাখ ৮ হাজার ৬২৬টি। এই চাহিদার মধ্যে এখন পর্যন্ত ২১ লাখ ৭ হাজার ২৬টি বই এসেছে। এখন পর্যন্ত বইয়ের ঘাটতি রয়েছে ৪ লাখ ৩৮ হাজার ৬০০ বই। এরমধ্যে ৬টি উপজেলায় বই পৌঁছালেও আরো ৭টি উপজেলায় শতভাগ বই এখনও যায়নি।

প্রাপ্ত তথ্যে জানা গেছে, সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় বইয়ের ঘাটতি রয়েছে ৭২ হাজার ৬০০, বিশ্বনাথ উপজেলায় ৫১ হাজার ৭৪০, বিয়ানীবাজার উপজেলায় ৬৯ হাজার ৮৫০, জকিগঞ্জ উপেজলায় ৭৬ হাজার ৬৫০, জৈন্তাপুর উপজেলায় ৫৮ হাজার ২৩২, গোয়াইনঘাট উপজেলায় ৯২ হাজার ৫৪৮ এবং কোম্পানীগঞ্জে বইয়ের ঘাটতি রয়েছে ১৬ হাজার ৯৮০।

সিলেটের মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নামজিদ খান বলেন, এবার বই উৎসব হবে না। তবে স্কুলে আলাদা আলাদাভাবে শ্রেণী কক্ষে বই বিতরণ করা হবে। তিনি বলেন, যেসব উপজেলায় বই প্রাপ্তি কম হয়েছে সেগুলোতে দ্রæত সময়ের মধ্যে সরবরাহ করা হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© 2020 Nongartv.com . Design & Development by PAPRHI
Theme Customization By Freelancer Zone